বৃহস্পতিবার ১১ মে ২০২৩ - ১৩:৫৪
আয়াতুল্লাহিল উজমা বেহজাত

হাওজা / কুমের উলামা ও মাশায়েখদের উপস্থিতিতে মরহুম আয়াতুল্লাহিল উজমা বেহজাতের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত আয়াতুল্লাহ বেহজাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুমের আলেম-ওলামা, ছাত্র ও মুমিনদের উপস্থিতিতে কুম শহরে ১৬ মে, ২০২৩ মঙ্গলবার মাগরিব ও এশার নামাজের পর (ফাতেমিয়া মসজিদ- গুজার খান) অনুষ্ঠিত হবে।

এছাড়াও, ১৮ মে বৃহস্পতিবার, মরহুমের পরিবার তার নিজ শহর ফুমানে মজলিস ও কোরআন তেলাওয়াতের আয়োজন করবে।

উল্লেখ্য যে মরহুম আয়াতুল্লাহ মুহাম্মাদ তাকি বেহজাত ১৩৩৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৪৩০ হিজরিতে (১৭ মে, ২০০৯) কুম শহরে ইন্তেকাল করেন।

তিনি কুমের হাওজা-ই-ইলমিয়ার মারজাদের একজন ছিলেন, ইরানে তাঁর খ্যাতি ছিল তাঁর রহস্যবাদ, তপস্যা এবং ধর্মপরায়ণতার কারণে।

আয়াতুল্লাহ বেহজাতের জামাতের নামাজ, তার মর্যাদা, প্রার্থনায় কান্না, মানুষের মধ্যে খুব বিখ্যাত ছিল, তিনি কুম শহরে ইন্তেকাল করেন এবং হযরত ফাতেমা মাসুমা (সা.)-এর রওজায় তাকে সমাহিত করা হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha